1/ 4


ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে তাকালেই কপালে ভাঁজ? কিছুতেই আর টাকার অঙ্কটা মনমত হয় না! অভাব যেন কিছুতেই পিছু ছাড়েনা! টাকা কিছুতেই আর জমছে না, কোনও না কোনও ছুঁতিয় সব খরচ হয়ে যাচ্ছে? টেনশন শিকেয় তুলুন। বাড়ির তুলসী গাছের গোড়ায় এই জিনিসটি রাখুন, টাকা রোজগারও হবে বেশি, জমাতেও পারবেন
2/ 4


সহজ উপায়েই টাকার বন্যা আনতে পারবেন! হিন্দু শাস্ত্র মতে, শনিবার সন্ধেবেলা আপনার বাড়ির তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলাপাথর রাখুন।
3/ 4


শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে, সে বাড়িতে কখনওই টাকার অভাব হয় না!