ট্রেন যাত্রা ভারতের অন্যতম জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট। আমাদের অনেকেরই জীবনের নিত্য সঙ্গী ট্রেন। ভারতে প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন প্রচুর মানুষ। ট্রেনের যাত্রা কম দামে অনেক বেশি আরামদায়ক।
2/ 7
ভারতীয় রেলওয়ে এশিয়ায় দুই নম্বরে এবং গোটা পৃথিবীতে চার নম্বর স্থানে রয়েছে। ভারতীয় রেলওয়ের যে যাত্রাপথ তা সারা ভারতের মোটামুটি ৯২,০৮১ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে।
3/ 7
আমাদের দেশে ছোট বড় মিলিয়ে মোট ৮,৫০০ রেলওয়ে স্টেশন আছে।
4/ 7
কিন্তু আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই যে এক একটি স্টেশনের নামের শেষ এক এক রকম। সব স্টেশনই জায়গার নাম অনুসারে হলেও কোনোটির সাথে যুক্ত থাকে জংশন আবার কোনোটির সাথে যুক্ত থাকে রোড। কোনও স্টেশনের নামের পাশে আবার থাকে PH
5/ 7
এর পিছনে কোনও জটিল কারণ নয়, বরং সহজই। PH এর মানে হল প্যাসেঞ্জার হল্ট।
6/ 7
যখন একটি রেল স্টেশনের নামের সাথে PH লেখা হয়, তখন তার মানে হল ওই স্টেশনে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন থামবে। এই স্টেশনগুলি বাকিদের থেকে একটু আলাদা হয়।
7/ 7
প্যাসেঞ্জার হল্টগুলি হল ডি ক্লাস স্টেশন। এমনকি, এখানে ট্রেনগুলিকে থামার সঙ্কেত দেওয়ার জন্য কোনো সিগন্যালও থাকে না। ট্রেন চালকরা সাধারণত এই ধরণের স্টেশনগুলিতে প্রায় ২ মিনিটের জন্য ট্রেন থামানোর নির্দেশ পান।
General Knowledge Story | PH full form in railway station: স্টেশনের নামের পাশে PH লেখা থাকে কেন? রেলের আজব নামকরণের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন
ট্রেন যাত্রা ভারতের অন্যতম জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট। আমাদের অনেকেরই জীবনের নিত্য সঙ্গী ট্রেন। ভারতে প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন প্রচুর মানুষ। ট্রেনের যাত্রা কম দামে অনেক বেশি আরামদায়ক।
General Knowledge Story | PH full form in railway station: স্টেশনের নামের পাশে PH লেখা থাকে কেন? রেলের আজব নামকরণের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন
ভারতীয় রেলওয়ে এশিয়ায় দুই নম্বরে এবং গোটা পৃথিবীতে চার নম্বর স্থানে রয়েছে। ভারতীয় রেলওয়ের যে যাত্রাপথ তা সারা ভারতের মোটামুটি ৯২,০৮১ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে।
General Knowledge Story | PH full form in railway station: স্টেশনের নামের পাশে PH লেখা থাকে কেন? রেলের আজব নামকরণের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন
কিন্তু আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই যে এক একটি স্টেশনের নামের শেষ এক এক রকম। সব স্টেশনই জায়গার নাম অনুসারে হলেও কোনোটির সাথে যুক্ত থাকে জংশন আবার কোনোটির সাথে যুক্ত থাকে রোড। কোনও স্টেশনের নামের পাশে আবার থাকে PH
General Knowledge Story | PH full form in railway station: স্টেশনের নামের পাশে PH লেখা থাকে কেন? রেলের আজব নামকরণের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন
প্যাসেঞ্জার হল্টগুলি হল ডি ক্লাস স্টেশন। এমনকি, এখানে ট্রেনগুলিকে থামার সঙ্কেত দেওয়ার জন্য কোনো সিগন্যালও থাকে না। ট্রেন চালকরা সাধারণত এই ধরণের স্টেশনগুলিতে প্রায় ২ মিনিটের জন্য ট্রেন থামানোর নির্দেশ পান।