আজ বাসন্তী পুজোর সন্ধিপুজো৷ অষ্টমী তিথি পেরিয়ে পড়ে যাবে নবমী তিথি৷ অষ্টমী-নবমী তিথির পুন্য সন্ধিক্ষণে অর্থ সমাগমের জন্য রীতি পালন করুন৷ সমৃদ্ধি আসবেই৷
অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে একটি লাল গোলাপ নিন৷
আর লাগবে এক টুকরো কর্র্পূর৷ মাত্র এই দুটি জিনিস দিয়েই দূর করা যাবে অর্থকষ্ট৷
সন্ধিপুজোর সময় কর্পূর গোলাপের ওপর রাখুন৷ রেখে আগুন জ্বালান৷
গোলাপের ওপর রাখা কর্পূর মায়ের পায়ে দিয়ে পাঠ করতে হবে একটি মন্ত্র৷
দুর্গে স্মৃতা হরষি ভীতিমাশেষ জানতোঃ/ স্বস্থৈ স্মৃতা মতীমাতিভ শুভম দাদাসি/ দারিদ্রদুখ ভয়বরিণী কাভভদন্য/ সর্বপ্রকারণ্য সদাদ্দচিত্রা৷
মায়ের পায়ে থাকা অবস্থাতেই কর্পূর জ্বালিয়ে দিন৷ এরপর ফুলের বিছানায় বা পাঁপড়ির মধ্যে ফেলে দিন৷
...