মাছ-মাংস-ডিম হোক কী আলুরদম মায় পোস্তবাটা... ঝোল-ঝাল কিংবা কালিয়া... পেঁয়াজ চাই-ই-চাই। বলা চলে, রান্নাঘরের এক অবিচ্ছেদ্য উপকরণ হল পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া সিংহভাগ রান্নাই অসম্পূর্ণ! শুধু অন্য রান্নার অনুষঙ্গ নয়, পেঁয়াজ কাঁচাও খাওয়া হয়। কিন্তু প্রশ্ন হল, পেঁয়াজ কি সবজি না মশলা? নেটিজেনরা হিমশিম খাচ্ছেন উত্তর দিতে, আপনি বলুন দেখি...