• The Jet Propulsion Laboratory (JPL) জানাচ্ছে, তাঁরা ইতিহাস ঘেঁটে দেখেছেন, এত কাছে কোনওদিনই কোনও গ্রহাণু আসেনি। ১৯৮৭ সালে পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে একটি গ্রহাণু উড়ে যায়। তার দূরত্ব ছিল ২০ লক্ষ কিলোমিটারের কিছু বেশি। কিন্তু মার্চ মাসে চিহ্নিত করা এই গ্রহাণু আসবে আরও কাছে। (প্রতীকী ছবি)