ব্রিটিশ নাগরিক ওই ব্যক্তি তাঁর ৬ মাসের ভালোবাসার (OMG |Viral) সম্পর্ককে সকলের সামনে প্রকাশ্যে এনে স্বীকৃতি দিতে চেয়েছিলেন। নিজের ভালোবাসার মানুষের জন্য প্রোপোজাল গিফট হিসেবে একটি দামী রিংও অর্ডার করেছিলেন তিনি। কিন্তু তার পরেই যে সত্য সামনে এল, তার জন্য বিন্দুমাত্রও (Viral News)তৈরি ছিলেন না ওই ব্যক্তি। প্রতীকী ছবি
মিররের প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী মোস্ মেফেয়ার (Mohs Mayfair) তাঁর বান্ধবীর সঙ্গে ৬ মাস ধরে সম্পর্কে আবদ্ধ ছিলেন। তাকে বিয়ে করার জন্য মনস্থিরও করেছিলেন ওই ব্যক্তি। এর জন্য তিনি তাঁর গার্লফ্রেন্ডকে একটি খুব সুন্দর এবং দামী আংটি (OMG |Viral) দিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। এরই মধ্যে প্রিয় বান্ধবীর জঘন্য সত্য (Viral News) জানতে পেরে কিছু না বলেই সম্পর্ক ছিন্ন করেন মোস্। প্রতীকী ছবি
মোস্ মেফেয়ার ৫.৫ ক্যারেট প্ল্যাটিনাম রিং দিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছিলেন। এর ঠিক এক দিন আগে, তিনি ফোনে তাঁর সঙ্গীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ-ইন করেছিলেন। এই সময় তিনি তাঁর বান্ধবীকে এক জন পুরুষের সঙ্গে দেদার ফ্লার্ট মেসেজ করতে দেখেন এবং এই ঘটনায় তাঁর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ওই দুজনেই বাইরে দেখা করার কথা বলেছেন। প্রতীকী ছবি
মেফেয়ার দাবি করেছেন যে, তিনি তাঁর বান্ধবীদের জন্য বেশ মোটা আয়ের অংশ ব্যয় করতেন। তিনি ওই মেয়েটির জন্য ৪ কোটির একটি আংটি তৈরি করিয়ে ছিলেন, এ ছাড়াও প্রতি মাসে তাঁকে মোটা টাকার কেনাকাটা করাতেন এবং দামী উপহার দিতেন। যাই হোক, তিনি দাবি করেছেন যে, তাঁর বান্ধবী ৬ মাসের সম্পর্কের মধ্যেই তাঁর প্রাক্তনের সঙ্গেও যোগাযোগ করেছিলেন এবং সেটি মেফেয়ারের অজান্তে। প্রতীকী ছবি