1/ 5


কথায় বলে বিজ্ঞানে মেলায় বস্তু, তর্কে বহুদূর! রহস্যময় এই পৃথিবীতে প্রতিনিয়ত কত কিছু ঘটতে থাকে, সবের বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। যেমন নিষ্কলঙ্কেশ্বর শিব মন্দির... সেই কোন যুগ থেকে আজ পর্যন্ত সমাধান হয়নি মন্দির ঘিরে থাকা রহস্যের।
2/ 5


গুজরাতে আরব সাগরের নীচে এই মন্দির নিয়ে নানা মুণির নানা মত! প্রচলিত নানা কল্পকথা! সমুদ্রতীর থেকে প্রায় ১.৫ কিলোমিটার হাঁটলে দর্শন পাওয়া যায় শিবলিঙ্গের। তবে দিনের যে কোনও সময় নয়, দুপুর ১ টা থেকে রাত ১০টার মধ্যে শিবদর্শন করা যায়।
4/ 5


স্বাভাবিক সময়ে সমুদ্রের জলে ডুবে থাকে ২০ ফুট উঁচু এই মন্দির। কিন্তু দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সমুদ্র ফুঁড়ে উঠে আসে এই মন্দির। ঠিক রাত ১০টার পরেই আবার সমুদ্রগর্ভে চলে যায় নিষ্কলঙ্কেশ্বর মন্দির।