ফরাসি বৈজ্ঞানিকরা বলেছেন, প্রাচীনতম বেড়ালের সন্ধান পাওয়া গিয়েছিল আজ থেকে ৯ হাজার ৫০০ বছর আগে। প্রাচীন মিশরের বিভিন্ন শিল্পেও মেলে বেড়ালের সন্ধান। যে শিল্পগুলির বয়স ৪ হাজার বছরের বেশি। এই বেড়ালের নানারকম স্বভাব আছে, যা রহস্যময়। আপাতভাবে দেখে যা বোঝা খুব মুশকিল। কী ভাবে বুঝবেন? তা ছাড়া বেড়ালকে ঘিরে আছে অজস্ত্র ইতিহাস, যা পড়লে চমকে উঠতে হয়। ছবি - অ্যানসপ্ল্যাশ
বিদেশে অনেক বাড়িতে থাকে ক্যাট ডোর। আপনি জানেন, সেটি আবিষ্কার করেছিলেন আইজ্যাক নিউটন। একদিন নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণার কাজ করছিলেন। তখন ক্রমাগত দরজার একটি বেড়াল আঁচড় কাটছিল। তিনি সেই সময়ে দরজার মধ্যে একটি ছোট্ট অংশ তৈরি করার কথা ভাবেন, যা দিয়ে বেড়াল ঢুকে পড়তে পারে ঘরে। ছবি - অ্যানসপ্ল্যাশ