৬ বছরের বিবাহিত জীবন। সুখের সংসার। হঠাৎ করেই স্বামী জানতে পারলেন, যে স্ত্রীর সঙ্গে তিনি এত বছর সংসার করলেন তিনি আসলে তাঁর সম্পর্কে বোন!
2/ 8
ওই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে। ৬ বছর ধরে পরস্পরের সঙ্গে সুখে সংসার করছিলেন তাঁরা। আচমকা অসুস্থ হন স্ত্রী। তার পরই যুবকের মাথায় আকাশ ভেঙে পড়ে।
3/ 8
সব কিছু ঠিকঠাকই চলছিল। আচমকা স্ত্রী কিডনির অসুখে শয্যাশায়ী হন। তখন ওই ব্যক্তি কিডনির ডোনার খুঁজতে শুরু করেন। কিন্তু কোনও ডোনার তিনি খুঁজে পাচ্ছিলেন না।
4/ 8
সেই যুবক নিজের একটি কিডনি স্ত্রীকে দেবেন বলে ঠিক করেন। তার জন্য একাধির পরীক্ষা হয় তাঁর।
5/ 8
একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, ওই যুবক স্ত্রীকে কিডনি দান করতে পারবেন। তবে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন পরীক্ষা করার পর আসল সত্যি প্রকাশ্যে আসে।
6/ 8
একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা সত্যিটা তুলে ধরেন ওই যুবকের সামনে। যাঁর সঙ্গে তিনি এতদিন সংসার করলেন, তিনি আসলে তাঁর বোন! মাথায় আকাশ ভেঙে পড়ে স্বামী-স্ত্রীর।
7/ 8
জানা যায়, ওই যুবককে দত্তক নিয়েছিলেন এক দম্পতি। সেই যুবক নিজের আসল বাবা-মায়ের পরিচয় জানেন না। যদিও দত্তক নেওয়া বাবা-মা তাঁকে নিজেদের সন্তানের থেকেও বেশি ভালবেসেছিলেন বলে দাবি ওই যুবকের।
8/ 8
নিজের বিবাহিত জীবনে তিনি কখনও এমন সমস্যায় পড়বেন, তা স্বপ্নেও হয়তো ভাবেননি ওই যুবক। অনেকে অবশ্য ওই যুবককে বলেছেন, এখন আর এই সমস্যা নিয়ে ভেবে লাভ নেই। কারণ তাঁদের সন্তানের ভবিষ্যৎ এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।
ছ'বছরের সুখের সংসার, হঠাৎ করে স্ত্রী হয়ে গেল বোন! মাথায় হাত দিয়ে বসে পড়লেন যুবক
সব কিছু ঠিকঠাকই চলছিল। আচমকা স্ত্রী কিডনির অসুখে শয্যাশায়ী হন। তখন ওই ব্যক্তি কিডনির ডোনার খুঁজতে শুরু করেন। কিন্তু কোনও ডোনার তিনি খুঁজে পাচ্ছিলেন না।
ছ'বছরের সুখের সংসার, হঠাৎ করে স্ত্রী হয়ে গেল বোন! মাথায় হাত দিয়ে বসে পড়লেন যুবক
একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, ওই যুবক স্ত্রীকে কিডনি দান করতে পারবেন। তবে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন পরীক্ষা করার পর আসল সত্যি প্রকাশ্যে আসে।
ছ'বছরের সুখের সংসার, হঠাৎ করে স্ত্রী হয়ে গেল বোন! মাথায় হাত দিয়ে বসে পড়লেন যুবক
একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা সত্যিটা তুলে ধরেন ওই যুবকের সামনে। যাঁর সঙ্গে তিনি এতদিন সংসার করলেন, তিনি আসলে তাঁর বোন! মাথায় আকাশ ভেঙে পড়ে স্বামী-স্ত্রীর।
ছ'বছরের সুখের সংসার, হঠাৎ করে স্ত্রী হয়ে গেল বোন! মাথায় হাত দিয়ে বসে পড়লেন যুবক
জানা যায়, ওই যুবককে দত্তক নিয়েছিলেন এক দম্পতি। সেই যুবক নিজের আসল বাবা-মায়ের পরিচয় জানেন না। যদিও দত্তক নেওয়া বাবা-মা তাঁকে নিজেদের সন্তানের থেকেও বেশি ভালবেসেছিলেন বলে দাবি ওই যুবকের।
ছ'বছরের সুখের সংসার, হঠাৎ করে স্ত্রী হয়ে গেল বোন! মাথায় হাত দিয়ে বসে পড়লেন যুবক
নিজের বিবাহিত জীবনে তিনি কখনও এমন সমস্যায় পড়বেন, তা স্বপ্নেও হয়তো ভাবেননি ওই যুবক। অনেকে অবশ্য ওই যুবককে বলেছেন, এখন আর এই সমস্যা নিয়ে ভেবে লাভ নেই। কারণ তাঁদের সন্তানের ভবিষ্যৎ এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।