২০২১ -র প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2021) মে মাসে৷ মে মাসের ২৬ তারিখ এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে৷ করোনা কালে এই চন্দ্রগ্রহণের গুরুত্ব অপরিসীম৷ বৈদিক জ্যোতিষীরা এই গ্রহণ নিয়ে রীতিমতো তৎপর৷ এটা পূর্ণ চন্দ্রগ্রহণ৷ জ্যোতির্বিজ্ঞানীদের মতে পৃথিবী সূর্যের পরিক্রমা করে অন্যদিকে চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে৷ এই ভাবে যখন তারা একটি সরলরেখায় আসে তখন চাঁদকে পৃথিবীতে দেখলে অন্যরকম দেখতে লাগে৷ এটাকেই চন্দ্র গ্রহণ বলা হয়৷ এই চন্দ্রগ্রহণের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে যেরকম গুরুত্ব ঠিক তেমনিই জ্যোতিষদের মধ্যেও এর গুরুত্ব অপরিসীম৷ জ্যোতিষরা এই পরিস্থিতি খুবই খারাপ বলে মানেন৷