

মহাসোমবার অর্থাৎ দেবাদিদেব মহাদেবের বার ৷ দুষ্টের দমন থেকে সৃষ্টের পাল করে এক অঙ্গে বহু রূপ দেখিযেছেন তিনি ৷ দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট থাকলে সমস্ত দিক ঠিকঠাক ভাবে বজায় থাকা সম্ভবপর হয়ে থাকে ৷ অল্পতেই সন্তুষ্ট হন বলেই তিনি আশুতোষ ৷ সমাজের কল্যাণে তিনিই কন্ঠে বিষ ধারণ করে নীলকন্ঠ হতে পারেন ৷ আর দুষ্ট ব্যক্তির দমনে প্রলয় শুরু করতে পারেন ৷


তিনি দেবাদিদেব অর্থাৎ দেবতাদের দেব ৷ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন মহাদেবকে সন্তুষ্ট করে স্বর্গলোকে গিয়েছিলেন দিব্যাস্ত্র সংগ্রহ করতে ৷


তিনিই সব ধরনের বাধা বিপত্তির মোচন করেন ৷ সঙ্কটের কালো মেঘ যখন জীবনকে ঘিরে ধরে ঠিক তখনই মুক্তি দিতে উপস্থিত হন ভোলা মহেশ্বর ৷


ঘরে ঘরে মহাদেবের প্রার্থনা করা হয়ে থাকে সুস্বাস্থ্য, সংঘবদ্ধ জীবন ও সুখের কারণে ৷ তিনি ঈশ্বরের এক পরম মঙ্গলময় রূপ ৷


সম্পত্তির বিবাদ থেকে সন্তানের সুস্বাস্থ্য, মহাদেবের কৃপায় জীবনের চরম মুহূর্তেও জয় করা সম্ভব হয় সমস্ত বাধা বিপত্তি ৷