1/ 7


মানুষের জীবনে সমৃদ্ধির প্রয়োজন হয়, প্রয়োজন হয় ভাল ভাগ্যের কিন্তু সব কিছুই নির্ভর করে একটি শক্তির উপরে ৷ সেই শক্তিই মানুষকে মুক্তি দেয় ৷
2/ 7


উন্নতি বা সমৃদ্ধির জন্য একটি যোগের প্রয়োজন হয়ে থাকে ৷ কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির জন্য সেই কাজ সম্পন্ন হয়না ৷
3/ 7


শনিদেবের কৃপার জীবনে উন্নতির জোয়ার আসে ৷ কিন্তু শনিদেব রুষ্ট হলেই সমস্ত কাজ আটকে যায় ৷ জীবনে প্রবল ভাবে বিভিন্ন ধরনের সমস্যা আসে ৷
4/ 7


শনিদেবের মহাদশা একটি ঢাইয়া অপরটি সাড়ে সাতি ৷ ঢাইয়া অর্থাৎ আড়াই বছর ধরে মহাদশা চলাকে ঢাইয়া বলা হয় ৷ আর সাড়ে সাত বছর ধরে যে সমস্যা পিছু ছাড়েনা সেই সমস্যাই হল সাড়ে সাতি ৷
6/ 7


বাধা-বিপত্তি ও মানসিক চাপ কাটাতে শনিদেবের কৃপা ভীষণ ভাবে কাজে লাগে ৷ এর জন্য এমন কোনমও কাজ করা উচিৎ নয় যাতে তিনি রুষ্ট হন ৷