1/ 5


সিদ্ধিদাতা গণেশ এক মঙ্গলময় রূপ, জীবের যে কোনও শুভ কাজের প্রতীক তিনিই ৷ মা দুর্গা ও শিবের সন্তান ত্রিলোকের এক মঙ্গলময় রূপও ৷
2/ 5


সিদ্ধিদাতা গণেশ ঈশ্বরের আশীর্বাদ পােয়েছেন, সমস্ত পুজোর আগে গণেশের পুজো না করলে সেই পুজো সিদ্ধ হয়না ৷ আগামী শনিবার অর্থাৎ ২২ অগাস্ট গণেশ চতুর্থী ৷
3/ 5


করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এইবার গণেশ চতুর্থীতে একদমই জমায়েত করা যাবেনা ৷ আর কড়া নির্দেশিকা মেনেই পুজো করতে হবে ৷
4/ 5


প্রধানত মহারাষ্ট্রে পুজোর ১১ দিন গণেশ পুজোর পরে বিসর্জন হয়ে থাকে ৷ শুধুই মহারাষ্ট্রই নয় দেশের বিভিন্ন প্রান্তেই গণেশ পুজো হয়ে থাকে পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ৷