শনি গ্রহকে নিয়ে আমাদের ভয়, মাথাব্যাথা, কোনওটারই কমতি নেই! শনি দেবতাকে তুষ্ট করতে আমরা উঠে পড়ে লেগে থাকি! কারণ শাস্ত্রমতে শনির রোষে মানুষের জীবন ছাড়খার হয়ে যায়! আর তার জেরেই, শনি দেবতাকে তুষ্ট করতে শনিবার মন্দিরে লম্বা লাইন! কিন্তু যতই নিয়ম করে মন্দিরে গিয়ে ধূপধুনো দেন, এমন কিছু দৈনন্দিন জিনিস আছে, যা শনিবার কিনলে কিন্তু সর্বনাশ! আপনার ভিখিরি হওয়া কেউ আটকাতে পারবে না! কী সেই জিনিসগুলো ? Photo Source: Collected