সবাই মনে মনে চেয়ে থাকেন সংসারে শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধি থাকে ৷ সেই কারণেই ঠিক মা লক্ষ্মীর আরাধনা করে থাকে সবাই ৷ আরাধ্য দেবীকে সন্তুষ্ট করতে একাধিক পথ অবলম্বন করতে হয় সবাইকেই ৷ এই কারণেই প্রতিটি গৃহস্থে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে ৷ তবে ঠাকুর ঘরে যদি মায়ের মূর্তি সঠিক ভাবে প্রতিষ্ঠা না করা হয়ে থাকে তাহলে সংসারের অমঙ্গল ঠেকাতে পারেনা কেউই ৷ বাস্তুমতে কীভাবে টাকুর ঘরে মা লক্ষ্মীর মূর্তি রাখা উচিৎ জেনে নিন ৷ ছবি সংগৃহীত ৷