আমরা অনেকে সময়ে বাজার বা গ্রসারি শপ থেকে ফল কিনতে গিয়ে দেখি, আপেল, নাসপাতি, আম, কমলালেবু ইত্যাদি ফলের গায়ে লাগানো রয়েছে ছোট্ট ছোট্ট একটি স্টিকার। কখনও কখনও সেই স্টিকার বেশ চোখে পরে। অনেকেই ভেবে নেন, ফলের গায়ে লাগানো এই স্টিকারগুলো বোধহয় গুণমানের পরিচায়ক। শুধু তাই নয়, কেউ কেউ ভাবেন, এই ফলগুলো বোধহয় বিদেশ থেকে আমদানি করা। কিন্তু সত্যিই কি তাই?