হোম » ছবি » পাঁচমিশালি » ভারতের কয়েকটি জায়গায় প্রবেশের অনুমতি নেই খোদ ভারতীয়দেরই!রইল সেই সব জায়গার তালিকা

Knowledge Story: ভারতের কয়েকটি জায়গায় প্রবেশের অনুমতি নেই খোদ ভারতীয়দেরই! রইল সেই সব জায়গার তালিকা

  • 17

    Knowledge Story: ভারতের কয়েকটি জায়গায় প্রবেশের অনুমতি নেই খোদ ভারতীয়দেরই! রইল সেই সব জায়গার তালিকা

    ভারতের নাগরিক হলেই দেশের যে কোনও প্রান্তে নির্বিঘ্নে ঘোরা যাবে, এমনটা ভাবার কোনও মানে নেই! কারণ অনেকেই হয়তো জানেন না যে, আমাদের দেশে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে ভারতীয়দেরই যাওয়ার নিয়ম নেই। বরং এই সব স্থানে যাওয়ার অনুমতি রয়েছে শুধুমাত্র বিদেশি পর্যটকদেরই। কিন্তু কী কারণে ভারতীয়দের জন্য এই নিষেধাজ্ঞা? এর পিছনে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে নিরাপত্তাজনিত কারণ। তো আবার কয়েকটি জায়গায় নিষেধাজ্ঞার পিছনে উঠেছে বর্ণবিদ্বেষের মতো গুরুতর অভিযোগও। তা-হলে দেখে নেওয়া যাক, এই জায়গাগুলির তালিকা।

    MORE
    GALLERIES

  • 27

    Knowledge Story: ভারতের কয়েকটি জায়গায় প্রবেশের অনুমতি নেই খোদ ভারতীয়দেরই! রইল সেই সব জায়গার তালিকা

    চেন্নাইয়ের রেড ললিপপ হোস্টেল: তামিলনাড়ুর চেন্নাইয়ে রেড ললিপপ হোস্টেলে কোনও ‘ভারতীয় নীতি’ প্রযোজ্য হয় না। ফলে তা ভারতীয় পর্যটকদের জন্য একেবারেই নয়! আন্তর্জাতিক মানের এই হোটেলে শুধুমাত্র বিদেশী পর্যটকরাই আসতে পারেন। পাসপোর্ট দেখালে তবেই এখানে থাকার অনুমতি মেলে।

    MORE
    GALLERIES

  • 37

    Knowledge Story: ভারতের কয়েকটি জায়গায় প্রবেশের অনুমতি নেই খোদ ভারতীয়দেরই! রইল সেই সব জায়গার তালিকা

    ফ্রি কাসোল ক্যাফে : হিমাচল প্রদেশের কুল্লু এলাকার কাসোল শহরতলিতে রয়েছে এই ইজরায়েলি ক্যাফেটি। এটাও ইন্ডিয়ার আর একটি হোটেল, যেখানে ভারতীয়দের যাওয়ার কোনও অনুমতিই নেই। এমনকী সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় বংশোদ্ভূতদের ক্ষেত্রেও রয়েছে এই নিষেধাজ্ঞা।

    MORE
    GALLERIES

  • 47

    Knowledge Story: ভারতের কয়েকটি জায়গায় প্রবেশের অনুমতি নেই খোদ ভারতীয়দেরই! রইল সেই সব জায়গার তালিকা

    বেঙ্গালুরুর ইউনো-ইন হোটেল: বেঙ্গালুরুর এই হোটেলে শুধুমাত্র জাপানিদেরই প্রবেশাধিকার রয়েছে। ভারতীয় নাগরিকদের এখানে যাওয়ার অনুমতি নেই। তবে বর্তমানে বর্ণবিদ্বেষের গুরুতর অভিযোগের কারণে হোটেলটিকে বন্ধ রাখা হয়েছে।

    MORE
    GALLERIES

  • 57

    Knowledge Story: ভারতের কয়েকটি জায়গায় প্রবেশের অনুমতি নেই খোদ ভারতীয়দেরই! রইল সেই সব জায়গার তালিকা

    হিমাচলের নরবুলিঙ্গকা কাফে: হিমাচল প্রদেশের স্বর্গীয় শোভার মাঝে রয়েছে নরবুলিঙ্গকা কাফে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে যে, এখানে ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র বিদেশীরাই এই কাফেতে যেতে পারেন।

    MORE
    GALLERIES

  • 67

    Knowledge Story: ভারতের কয়েকটি জায়গায় প্রবেশের অনুমতি নেই খোদ ভারতীয়দেরই! রইল সেই সব জায়গার তালিকা

    গোয়ার শুধুমাত্র বিদেশিদের জন্য সৈকত: নৈশজীবন এবং সাগরপ্রেমীদের কাছে গোয়া তো স্বর্গ! আর গোয়ায় প্রচুর বিদেশী পর্যটকেরও সমাগম ঘটে। এখানকার বেশ কয়েকটি সৈকত খুবই আকর্ষণীয়। এই সৈকতে বিদেশীদের ভিড়ই বেশি চোখে পড়বে। আসলে বিদেশিরা মূলত এখানে বিকিনি কিংবা স্যুইমওয়্যার পরেই সমুদ্রের শোভা উপভোগ করেন। তাঁদের নিরাপত্তার জন্যই এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    MORE
    GALLERIES

  • 77

    Knowledge Story: ভারতের কয়েকটি জায়গায় প্রবেশের অনুমতি নেই খোদ ভারতীয়দেরই! রইল সেই সব জায়গার তালিকা

    আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপ: আসলে এই দ্বীপে সেন্টিনেলিজ উপজাতিদের বাস রয়েছে। আর এই উপজাতির মানুষদের বাইরের বিশ্বের সঙ্গে সে-রকম কোনও যোগাযোগই নেই। সেই কারণে এই দ্বীপে কাউকেই যেতে দেওয়া হয় না।

    MORE
    GALLERIES