ভারতের নাগরিক হলেই দেশের যে কোনও প্রান্তে নির্বিঘ্নে ঘোরা যাবে, এমনটা ভাবার কোনও মানে নেই! কারণ অনেকেই হয়তো জানেন না যে, আমাদের দেশে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে ভারতীয়দেরই যাওয়ার নিয়ম নেই। বরং এই সব স্থানে যাওয়ার অনুমতি রয়েছে শুধুমাত্র বিদেশি পর্যটকদেরই। কিন্তু কী কারণে ভারতীয়দের জন্য এই নিষেধাজ্ঞা? এর পিছনে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে নিরাপত্তাজনিত কারণ। তো আবার কয়েকটি জায়গায় নিষেধাজ্ঞার পিছনে উঠেছে বর্ণবিদ্বেষের মতো গুরুতর অভিযোগও। তা-হলে দেখে নেওয়া যাক, এই জায়গাগুলির তালিকা।
গোয়ার শুধুমাত্র বিদেশিদের জন্য সৈকত: নৈশজীবন এবং সাগরপ্রেমীদের কাছে গোয়া তো স্বর্গ! আর গোয়ায় প্রচুর বিদেশী পর্যটকেরও সমাগম ঘটে। এখানকার বেশ কয়েকটি সৈকত খুবই আকর্ষণীয়। এই সৈকতে বিদেশীদের ভিড়ই বেশি চোখে পড়বে। আসলে বিদেশিরা মূলত এখানে বিকিনি কিংবা স্যুইমওয়্যার পরেই সমুদ্রের শোভা উপভোগ করেন। তাঁদের নিরাপত্তার জন্যই এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।