স্লথরা যে গাছে থাকে তার দিকে নজর থাকে হিংস্র প্রাণীদের। আর মলত্যাগ করার জন্য নীচে যখন নামে স্লথরা তখন শিকারের জন্য তক্কে তক্কে তাকে হিংস্র প্রাণীরা। যেই স্লথ মলত্যাগ শুরু করে যেহেতু তখন তারা নড়াচড়া করতে পারে না তখনই হামলা করে হিংস্র প্রাণীরা। আর তাতে মৃত্যু ঘটে স্লথদের।