কোনও ক্যুইজ নয় নয় কোনও ধাঁধা ৷ তবে এমন কিছু প্রশ্নের উত্তর আছে অতি সহজ হওয়া সত্ত্বেও প্রয়োজনের সময়ে দেওয়া হয়না কিছুতেই ৷ প্রতীকী ছবি ৷
2/ 14
মাথায় আসেনা অনেক সময়, কখনও বা পেটে আসে কিন্তু মুখে আসেনা ৷ বাঙালির বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
3/ 14
এমনিতেই বাঙালি সম্পর্কে প্রাচীন কাল থেকেই একটি মতবাদ প্রচলিত আচে সেটি হল বাঙালির বারো মাসে তেরো পার্বণ ৷ বাঙালির যদি প্রতিটি মাস লক্ষ্য করা যায় তখন দেখতে পাওয়া যাবে কিছু না কিছু প্রতিটি মাসেই উৎসব আছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 14
যেমন বৈশাখ মাসে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়, রবীন্দ্র জয়ন্তি, জৈষ্ঠ্য মাসে জামাইষষ্ঠী, শীতলা পুজো (এটি এলাকা বিশেষে হয়ে থাকে কোথাও বৈশাখে বা কোথাও জৈষ্ঠ্যতে) ৷ প্রতীকী ছবি ৷
5/ 14
আষাঢ় মাসে রথ ও বিপদতারিণী পুজো, শ্রাবণ মাসে বিয়ে, উপনয়ন, সাধভক্ষণ, সঙ্গে রবীন্দ্রনাথের প্রয়াণ বাইশে শ্রাবণ (দুঃখের দিন হলেও বাঙালির কাছে সাংস্কৃতিক সন্ধের দিন) ৷ প্রতীকী ছবি ৷
6/ 14
ভাদ্র মাসে তেমন কোনও মাঙ্গলিক অনুষ্ঠান হয়না কিন্তু বিশ্বকর্মা পুজো বা জন্মাষ্টমী তো আছেই, গণেশ চতুর্থী, আশ্বিনে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কখনও কখনও কালীপুজোও ৷ প্রতীকী ছবি ৷
7/ 14
কার্তিক মাসে ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো হো আছে, অগ্রহায়ণ মাসকে বিয়ের মাস বলেই মনে করা হয় ৷ এছাড়াও মাঙ্গলিক অনুষ্ঠানও হয়ে থাকে ৷ তবে সব থেকে আকর্ষণীয় বিষয় হল অগ্রহায়ণ মাসে রাসপূর্ণিমা হয়ে থাকে ৷ তবে বিভিন্ন বছর একটু এগিয়ে পিছিয়ে পড়ে দিনটি ৷ প্রতীকী ছবি ৷
8/ 14
ফাল্গুন মাস অর্থাৎ বসন্তকাল, প্রেমের সময়, ভ্যালন্টাইন উইক, ভ্যালেন্টাইন্স ডে, এই মাসেই উৎযাপন করা হয় ৷ প্রকৃতিও এক অপরূপ সাজে সেজে ওঠে, দোলপূর্ণিমা বাঙালির অন্যতম প্রিয় উৎসব, চৈত্র মাসে বাসন্তীপুজো, অন্নপূর্ণা পুজো ৷ প্রতীকী ছবি ৷
9/ 14
পৌষ মাসে পিঠে পার্বণের মাস, নবান্নের মাস, শান্তিনিকেতনের পৌষমেলার মাস, কল্পতরু উৎসব, মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয়ে থাকে, এছাড়াও এই মাসে নানান ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
10/ 14
এছাড়াও এলাকা ভিত্তিক বহু পুজো আছে সেগুলি বিভিন্ন সময়ে হয়ে থাকে ৷ যেমন রক্ষাকালী পুজো, শনিপুজো, আরও বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
11/ 14
বাঙালির ক্যালেন্ডার জুড়ে বিভিন্ন আনন্দ উৎসব চললেও বলা যেতে পারে অনেকেই এই উত্তর দিতে গিয়ে থতমত খেয়ে যান যখনই কত বঙ্গাব্দ চলছে বা বাংলার কত সন অনেকেই ভুল বলেন ৷ প্রতীকী ছবি ৷
12/ 14
কেননা সরকারি বেসরকারি বিভিন্ন কাজ বা অনুষ্ঠান ইংরেজি ক্যালেন্ডার মেনেই হয়ে থাকে৷ তাই সাধারণ মানুষকে চর্চাও বেশি পরিমাণে করতে হয় ৷ বাংলা মাস দিয়ে ঘরোয়া কিছু অনুষ্ঠান বা পুজো পার্বণের সঙ্গে সঙ্গে মাঙ্গলিক অনুষ্ঠানও করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
13/ 14
বর্তমান বাংলা সন ১৪২৯, অনেকেই সঠিক উত্তর দিতে পারেন এক চান্সেই ৷ আবার অনেকেই ভেবে বা মাথা চুলকেও সঠিক উত্তর কিছুতেই দিতে পারেন না ৷ প্রতীকী ছবি ৷
14/ 14
এই উত্তরও দেওয়া কঠিন হয়ে যায় এখন বাংলার কোন মাস চলছে? বর্তমানে বাংলার জৈষ্ঠ্য মাস চলছে ৷ প্রতীকী ছবি ৷