সূর্যাদয়ের সঙ্গে সঙ্গে পৃথিবী জেগে ওঠে। অন্যদিকে সূর্যাস্ত হল ঘরে ফেরার সময়। বিশ্রাম নেওয়ার সময়। শুধু মানুষরাই নয়। সূর্যাস্ত হলে পশু পাখিরাও ঘরে ফেরে। কিন্তু জানেন কী? এমন অনেক দেশ আছে যেখানে আজও সূর্য ডোবে না। এই অবিশ্বাস্য ঘটনা বাস্তবেই ঘটে পৃথিবীতে। আসুন জেনে নেওয়া যাক পৃথিবীর এমন ৬ স্থানের নাম যেখানে সূর্য কখনও অস্ত যায় না।