

বাগদেবীর আরাধনায় মেতেছে গোটা বঙ্গ৷ দেবী সরস্বতীর আরাধনা হয় শ্রী পঞ্চমী তিথিতে৷ আজ কখন সেই তিথি ক্ষণ যখন আরাধনা করলে দেবী হবেন মহাপ্রসন্ন৷ Photo-File


বিদ্যার দেবীকে ঘরের মেয়ে হিসেবে অর্চনা করে বাঙালি৷ তাই শুধু শিক্ষাঙ্গনেই নয়, একেবারে ঘরে ঘরে অর্চিতা হন দেবী৷ Photo-File


*পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর উৎসব ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার। এই দিন রেবতী নক্ষত্র এবং চন্দ্র মীন রাশিতে উপস্থিত থাকবে। বসন্ত পঞ্চমীর দিন শুভ যোগ হবে। এই দিনে সরস্বতীর উপাসনা করার বিশেষ উপকার মেলে। Photo-Collected


*পণ্ডিতরা বলছেন, যে দিনে চতুর্থী এবং পঞ্চমী দু'টোই পড়ছে, সেই দিনের পুজো করা ভাল। সেই হিসেবে পুজো করুন মঙ্গলবার। বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীতে শুভ সময়ে মা সরস্বতীর উপাসনা করলে জ্ঞান বৃদ্ধি পায় এবং দেবীর আশীর্বাদ লাভ হতে পারে। সংগৃহীত ছবি।


*২০২১ সালে সরস্বতী পুজো ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার। সেই দিন পুজোর মুহূর্ত শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬:৫৯ মিনিট থেকে বেলা ১২:৩৫ মিনিট পর্যন্ত। স্থিতিকাল ৫ ঘণ্টা ৩৬ মিনিট। তবে এ বছরে বসন্ত পঞ্চমী তিথি পড়ছে ১৬ ফেব্রুয়ারি ভোর রাত ৩:৩৬ মিনিট থেতে তা চলবে ১৭ ফেব্রুয়ারি ভোর ৫:৪৬ মিনিট পর্যন্ত। সংগৃহীত ছবি।


*শাস্ত্র অনুযায়ী, শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো হয়। তবে পুজোয় বেশ কয়েকটি বিশেষ জিনিষ লাগে। যেমন, আমের মুকুল, দোয়াত-কলম, অভ্র-আবীর, জবের শিষ। সংগৃহীত ছবি।