সাধারণত পুরুষরা মঙ্গল এবং মহিলারা শুক্র গ্রহজাত বলে অধিকাংশ পুরুষ বিশ্বাস করেন। সেই কারণেই না কি নারীদের বুঝতে তাদের অসুবিধা হয়। তাহলে রাশিচক্র মহিলাদের নিয়ে কী বলছে সে বিষয়ে জানলে আশা করা যায় এবার থেকে তাদের সমস্যায় পড়তে হবে না। জেনে নেওয়া আমাদের রাশিচক্রে বিভিন্ন রাশির নারীদের সম্পর্কে কী বলা হয়েছে।