বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ (Snake Viral Video) কিং কোবরা বা কেউটে (মোস্ট ভেনোমাস স্নেক) সব সাপের মধ্যে দীর্ঘতম। একটি প্রাপ্তবয়স্ক রাজা কোবরা (King Cobra Viral) ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্য এবং ২০ পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। একটি কেউটে যখন তার ফণা তুলে দাঁড়িয়ে থাকে, তখন হাড়হিম অবস্থা হয় যে কোনও মানুষের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (King Cobra Viral) হচ্ছে সেখানে একটি বড় কেউটেকে দেখা গিয়েছে এক ব্যক্তির বাড়িতে। তবে গৃহকর্তাকে তাজ্জব করে দিয়ে কেউটেটি এমন জায়গায় গিয়ে লুকিয়ে থাকে, যা সহজে চোখে পড়েনি বাড়ির কোনও সদস্যের। আসলে কিং কোবরাটি (King Cobra Viral) ঘরের বাথরুমে (Snake Viral Video) ঢুকে পরে কারণ ওই জায়গাটা অপেক্ষাকৃত ঠান্ডাও (Snake King Covra Viral) ছিল যা তার জন্য বেশ আরামদায়ক ছিল।