1/ 4


পয়লা জানুয়ারি মানেই রামকৃষ্ণভক্তদের কাছে দক্ষিণেশ্বর মন্দির অথবা কাশীপুর উদ্য়ানবাটী যাওয়ার তিথি। কিন্তু কোভিডের কথা মাথায় রেখে এবার ভক্তদের জন্য বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা।
2/ 4


প্রতিবছর কল্পতরু উৎসবে কয়েক লক্ষ দর্শনার্থী আসেন দক্ষিণেশ্বর প্রাঙ্গনে। লাইন পরে কাকভোর থেকে। অন্যান্য বছর বালিব্রিজ ছাড়িয়ে যায় ভক্তদের লাইন। কিন্তু এ বছর এই ঝুঁকি নিতে চাইছে না মন্দির কর্তৃপক্ষ।
3/ 4


পঞ্চবটী কেন্দ্রে যে মেলাটি বসে কল্পতরু উৎসবকে কেন্দ্র করে বন্ধ থাকছে তাও। যদিও ভবতারিণী মন্দির ও রাকৃষ্ণ কক্ষে বিশেষ পূজা হবে প্রথা মেনে তবে ভক্তদের জন্য সিংহদুয়ার খুলছে না।