1/ 5


এদেশের মানুষের চোখে তিনি পরমপুরুষ। ভাগবত অনুযায়ী ,মামা কংসের অত্যাচার থেকে মথুরাবাসীকে বাঁচাতে আদ্যাশক্তির আশির্বাদে এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষ্যে এদিনই গোটা দেশে পালিত হয় জন্মাষ্টমী।
2/ 5


কুরুক্ষেত্র যুদ্ধেরও নায়ক তিনি। ভারতীয়দের ঘরে ঘরে তাঁর লীলামাহাত্ম্যের প্রকাশ। কিন্তু তাঁর জীবনপঞ্জী কী,আয়ুষ্কালই বা কত তা সামনে এসেছে খুব কমই।
3/ 5


বিষ্ণুপুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের পরেও ৩৬ বছর দ্বারকায় ছিলেন। অন্য দিকে মৎস্যপুরাণ বলছে কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের বয়স ছিল ৮৯ বছর।