একটি উদ্ভট ঘটনাই বলা যায়৷ একজন ৬৬ বছর বয়সী আইরিশ ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের পরেই হারিয়ে ফেললেন স্মৃতি৷ বুধবার প্রকাশিত আইরিশ মেডিক্যাল জার্নালের মে ইস্যুতে এই অস্বাভাবিক ঘটনাটি বিশ্লেষণ করা হয়৷ চিকিৎসকেরা জানিয়েছেন স্বল্পমেয়াদী অ্যামনেশিয়ার কারণেই এটি হয়েছে৷ ডাক্তারির পরিভাষায় এর নাম ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া (TGA)৷ প্রতীকী ছবি
তাঁদের মিলনের পরে ওই ব্যক্তি তাঁর মোবাইল ফোনে তারিখ লক্ষ্য করেন৷ তখনই হঠাৎ তাঁর মনখারাপ শুরু হয় এই ভেবে তিনি সে আগের দিন তাঁর বিবাহবার্ষিকী ভুলে গিয়েছেন। কিন্তু আগের সন্ধ্যায় তিনি দিব্য উদযাপন করেছিলেন৷ সেই সব কিছুই তাঁর মনে নেই৷ তিনি তাঁর স্ত্রী এবং মেয়েকে আগের দিনের ঘটনা নিয়ে বারবার প্রশ্ন করেছিলেন। প্রতীকী ছবি
এই ধরনেরবিরল সমস্যা সাধারণত ৫০ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিদের প্রভাবিত করে৷ কিছু মানুষ যাঁরা TGA-এর সম্মুখীন হচ্ছেন, তাঁরা এক বছর আগে কী ঘটেছিল তা মনে করতে পারেন না। আক্রান্ত ব্যক্তিরা সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের স্মৃতিশক্তি ফিরে পান। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনও প্রভাব পড়ে না এবং ওই ব্যক্তি নিজের নাম, বয়স সংক্রান্ত তথ্য দিতে পারেন। প্রতীকী ছবি