হোম » ছবি » পাঁচমিশালি » ঘুমের মধ্যেই যেন পড়ে যাচ্ছেন গভীর খাদে! এমনটা মাঝেমধ্যে মনে হয় কেন জানেন?

Interesting Facts: ঘুমের মধ্যেই যেন পড়ে যাচ্ছেন গভীর খাদে! আতঙ্কে ধড়ফড় করে উঠে বসার পর হয় স্বপ্নভঙ্গ! জানেন কি এর আসল কারণ?

  • 15

    Interesting Facts: ঘুমের মধ্যেই যেন পড়ে যাচ্ছেন গভীর খাদে! আতঙ্কে ধড়ফড় করে উঠে বসার পর হয় স্বপ্নভঙ্গ! জানেন কি এর আসল কারণ?

    ঘুমোতে ঘুমোতে অনেক সময় মনে হয় যেন কোনও উঁচু জায়গা থেকে নীচের দিকে পড়ে যাচ্ছি। মনে ভয়ের সঞ্চার ঘটে এবং ঘুমটাও ভেঙে যায়। এটা বোধহয় কোনও না-কোনও সময় কারও না-কারও সঙ্গে ঘটেই থাকে। আচমকাই ঘুমের মধ্যে এই অনুভূতি হয়। তার পরে একটা ঝাঁকুনি দিয়ে ঘুমটা ভেঙে যায়। আর সত্যি বলতে কী ঘুম ভাঙার পরে রীতিমতো যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়! এটা নিয়ে মনে নানা রকম প্রশ্ন জাগে। বিষয়টা অলৌকিক কিংবা অন্য কিছু বলে মনে হতে পারে। তবে অবশ্য এই অনুভূতির পিছনে একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। Representative Image

    MORE
    GALLERIES

  • 25

    Interesting Facts: ঘুমের মধ্যেই যেন পড়ে যাচ্ছেন গভীর খাদে! আতঙ্কে ধড়ফড় করে উঠে বসার পর হয় স্বপ্নভঙ্গ! জানেন কি এর আসল কারণ?

    ঘুমের মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার অনুভূতি এবং ঝাঁকুনিকে আদতে ‘হিপনিক জার্ক’ বলা হয়। এই ঝাঁকুনির ফলেই ঘুমটা ভেঙে যায়। এই সময় বাস্তব এবং স্বপ্নের পার্থক্যটা বোঝা যায়। এই প্রসঙ্গে আজ বিশদেই আলোচনা করে নেওয়া যাক। Representative Image

    MORE
    GALLERIES

  • 35

    Interesting Facts: ঘুমের মধ্যেই যেন পড়ে যাচ্ছেন গভীর খাদে! আতঙ্কে ধড়ফড় করে উঠে বসার পর হয় স্বপ্নভঙ্গ! জানেন কি এর আসল কারণ?

    মস্তিষ্ক মনে করে, মরে যাচ্ছি না তো!আমাদের মস্তিষ্কের একটা অভ্যেস রয়েছে। আসলে গোটা সময় ধরে আমাদের দেহকে নিয়ন্ত্রণ করার চেষ্টা মস্তিষ্ক। আর মস্তিষ্ক কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের খবর রাখে। এমনকী আমরা এক মিনিটে কত বার শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছি, সেই রেকর্ডও রাখে আমাদের মস্তিষ্ক। শুধু তা-ই নয়, আমরা কখন ঘুমোচ্ছি কিংবা কখন জেগে আছি, এই সমস্ত তথ্যও কিন্তু মস্তিষ্কের কাছে থাকে। Representative Image

    MORE
    GALLERIES

  • 45

    Interesting Facts: ঘুমের মধ্যেই যেন পড়ে যাচ্ছেন গভীর খাদে! আতঙ্কে ধড়ফড় করে উঠে বসার পর হয় স্বপ্নভঙ্গ! জানেন কি এর আসল কারণ?

    বলাই বাহুল্য, আমাদের মস্তিষ্ক অনেকটা প্রহরীর মতো। আসলে যে কোনও বিপদ থেকে আমাদের রক্ষা করার চেষ্টা করে মস্তিষ্ক। আর যে কোনও ধরনের বিপদ অনুধাবন করার সঙ্গে সঙ্গে এটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে সংকেত পাঠাতে শুরু করে, যাতে আমরা নিজেদেরকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারি। Representative Image

    MORE
    GALLERIES

  • 55

    Interesting Facts: ঘুমের মধ্যেই যেন পড়ে যাচ্ছেন গভীর খাদে! আতঙ্কে ধড়ফড় করে উঠে বসার পর হয় স্বপ্নভঙ্গ! জানেন কি এর আসল কারণ?

    এই হিপনিক জার্কের পিছনেও রয়েছে একই কারণ। অনেকেই নিশ্চয়ই লক্ষ্য থাকবেন যে, ঘুমের মধ্যে পড়ে যাওয়ার অনুভূতিটা সেই সময় হয়, যখন সবে ঘুমটা আসে। আসলে ওই সময়টাতে আমাদের হৃদস্পন্দন ধীর গতিতে হয়ে যায় এবং চোখও বন্ধ থাকে। এমন পরিস্থিতিতে অনেক সময় আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় এবং মস্তিষ্কের মনে হয়, মরে যাচ্ছি না তো! আদতে এই ধীর গতিতে শ্বাসপ্রশ্বাসের ফলে আমাদের মস্তিষ্ক আতঙ্কিত হয় এবং অবিলম্বে সঙ্কেত পাঠানোর কাজ শুরু করে দেয়। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

    MORE
    GALLERIES