কম-বেশি সবাই-ই ট্রেনে ভুল করে জিনিস ফেলে এসেছেন। এবার, এই সমস্ত ফেলে যাওয়া জিনিস যদি কেউ দাবি না করে, তবে সেগুলি নিয়ে রেল কী করে?
2/ 5
ট্রেন গন্তব্যে পৌঁছানোর পর ট্রেনে যাত্রীদের ফেলে যাওয়া সমস্ত জিনিস জমা হয় স্টেশন মাস্টারের গোডাউনে
3/ 5
হারিয়ে যাওয়া জিনিসের বিবরণ, ওজন, আনুমানিক দাম লিখে রাখা হয়। সেই ব্যাগ বা বাক্স সিল করে দেওয়া হয়। কোনও যাত্রী হারানো জিনিস ফেরত চাইলে সংশ্লিষ্ট স্টেশন মাস্টারকে জানায় রেল। এরপর সঠিক প্রমাণ দিলে সেটা ফেরত দেন স্টেশন মাস্টার।
4/ 5
কোনও হারানো বস্তু ৭ দিনেরও পর দাবি না করা হলে সেটি লস্ট প্রপার্টি অফিসে পাঠানো হয়। সেখান থেকে কিছু আনতে হলে ফি দিতে হবে
5/ 5
ট্রেনে ফেলে আসা দ্রব্য যদি মূল্যবান হয় এবং যাত্রীর সঙ্গে যোগাযোগের উপায় থাকে, অর্থাৎ ফোন নম্বর, ঠিকানা থাকলে রেল পুলিশ নিজ উদ্যোগে, বিনা ফি-তে সেটি যাত্রীর ঠিকানায় পৌঁছে দেয়।