1/ 5


আপনি সফল? তাহলে নিশ্চিত থাকুন সেই সাফল্যেকে ঈর্ষা করার লোকের অভাব এই বিশ্বে নেই। কিন্তু অনেকেই বুঝতে পারেন না কীভাবে এই হিংসাকারীদের চেনা যাবে। আন্তর্জাতিক ওয়েবসাইট দ্য মাইন্ডস জার্নাল সেই হদিশই দিয়েছে। রইল তাদের টিপস-
2/ 5


লক্ষ্য রাখুন আপনাকে হুবহু নকল করছে কিনা কেউ। এটাই হিংসার প্রথম লক্ষণ। অর্থাৎ সেই ব্যক্তি আপনার গুণগুলিকে হিংসে করেন, আপনার মতো হয়ে উঠতে চান বা আপনাকে ছাপিয়ে যেতে চান।
3/ 5


অতিরিক্ত স্তুতি মানেই সন্দেহের অবকাশ থেকে যায়। আপনাকে তুষ্ট রাখতে চান যিনি তার মনেও গোপন ঈর্ষা বাধতেই পারে।
4/ 5


যারা আপনাকে হিংসে করে তাঁরা আপনাক সাফল্যকে হেয় করবেন। সর্বদা আপনার খুঁত ধরবেন, আপনাকে অপ্রস্তুত করতে পারলে, খাঁটো করতে পারলেই তার জয়।