

•বাবা লোকনাথের জন্মতিথি জন্মাষ্টমীতে৷ কলকাতা থেকে কিছু দূরে ২৪ পরগণার চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি৷ তাঁর বাবার নাম রামনারায়ণ ঘোষাল, মা কমলাদেবী৷ বাবা লোকনাথের অসীম ক্ষমতা৷ অনেকে বলেন তিনি জাতিস্মর৷ কথিত আছে যে, অন্যের রোগ নিজের দেহে গ্রহণ করে রোগীকে সারিয়ে তুলতে পারেন তিনি৷


•ভাগ্য মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়৷ অনেকে ভাগ্যের দৌলতে প্রচুর অর্থ রোজগার করেন৷ অনেকে আবার সেই ভাগ্যের দোষে অনেকে খুইয়ে ফেলেন সব অর্থ৷


•এমন কিছু রাশি রয়েছে যাদের ওপর সবসময় লোকনাথ বাবার আশীর্বাদ বজায় থাকে৷ লোকনাথ বাবার কৃপায় তাঁদের জীবনে কখনও অর্থাভাব তৈরি হয় না৷ কোন কোন রাশির ওপর সদা কৃপা থাকেন লোকনাথ বাবা?


•মেষ রাশি- এই রাশির সকলের আগামী দিনগুলি ভাল চলবে৷ স্বাস্থ্য থেকে কর্মক্ষেত্র, সবেই হবে উন্নতি৷ সকলের সঙ্গে সুসম্পর্কও বজায় থাকবে৷ আরও ভাল ফল পেতে পরুন হলুদ রঙের পোশাক৷


•মিথুন রাশি-কোনও কাজ শেষ না হয়ে থাকলে, এখনই করে ফেলতে পারেন৷ কারণ এই সময়টা আপনাদের জন্য খুবই ভাল৷ কোনও রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একদম উপযুক্ত৷


•সিংহ রাশি- একটু ধৈর্য ধরে কাজ করতে হবে৷ প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে৷ আপনার জন্য শুভ রং হল কমলা৷


•কন্যা রাশি- স্বাস্থ্য ভাল থাকবে৷ প্রচুর অর্থ উপার্যন হতে পারে৷ আপনার প্রেমের জন্য ভাল সময়৷ কাজেও উন্নতি হবে৷ আপনার শুভ রং সবুজ৷


•বৃশ্চিক রাশি-যদি নতুন কাজ শুরুর কথা ভাবেন, তাহলে এটাই ভাল সময়৷ খুব লাভ হবে৷ শরীর যদিও খারাপ হতে পারে৷ লাল রঙের পোশাক আপনার জন্য ভাল হবে৷