

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!


মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। নতুন করে বাড়ি সাজিয়ে তোলা হোক বা কর্মক্ষেত্রের কোনও প্রোজেক্ট- আজ সব দিক থেকে সবাই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। দিনটি মসৃণ ভাবে কাটবে সকলের সঙ্গে কাজ করে।


বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজকের দিন প্রভূত পরিমাণে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। বাড়িতে থাকার সুযোগ খুব কম পাবেন। সারা দিন পথে পথে ঘুরতে হতে পারে। তবে এই কাজে ঘনিষ্ঠদের সহায়তা পাবেন।


মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। এত দিন ধরে যে কঠোর পরিশ্রম করেছেন, এবার তার সুফল পাওয়ার সময় এসেছে। আজকের দিনটি মোটের উপরে ঢিলেঢালা যাবে। হাড়ভাঙা খাটুনির পর এইটুকু বিশ্রাম আপনার ন্যায্য প্রাপ্য।


কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজকের দিনটা অদম্য প্রাণশক্তি আপনাকে ঘিরে থাকবে। নানা পরিশ্রমমূলক কাজে মন দিতে ইচ্ছা করবে। পুরনো কোনও ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে আজ- দু'জনে মিলে সারা সপ্তাহের কর্মসূচীও ঠিক করতে পারেন।


সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আপনার অবচেতন মন আজ অতিরিক্ত মাত্রায় সক্রিয় হয়ে রয়েছে। ফলে কোনও অসুখকর স্মৃতি সারা দিনে মনে বার বার ছায়া ফেলতে পারে। চিন্তা নেই, দিনের শেষে সব খারাপলাগা ফিকে হয়ে আসবে।


কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কোনও দিন যা করেননি, আজ সেই রকম কোনও অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়তে ইচ্ছে করবে। রিভার রাফটিং, মাউন্টেন ট্রেকিংয়ের সম্ভাবনা রয়েছে।


তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। নিকট অতীতের কিছু ঘটনা আপনাকে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহী করে তুলেছে। আজকের দিনটা এই বিষয়ে চর্চা এবং নানা পড়াশোনার মধ্যে দিয়ে কাটতে পারে।


বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ বন্ধুদের সঙ্গে একেবারেই অপ্রত্যাশিত ভাবে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রের সব ক্লান্তি ঝেড়ে ফেলতে এই ভ্রমণ কার্যকরী হবে।


ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ আপনার মাথায় নানা রকম অভিনব চিন্তাভাবনা ঘুরে বেড়াবে। যার দ্বারা খুব সহজেই কর্মক্ষেত্রের নানা সমস্যার সমাধান করা যাবে। সেরকম পরিস্থিতি দেখলে সবার সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিতে ভুলবেন না।


মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। সমমনস্ক নতুন মানুষদের সঙ্গে আজ আলাপ হতে পারে যাঁরা আপনার দৃষ্টিভঙ্গী পরিবর্তনে সাহায্য করবেন। আজ কোনও সুন্দর জায়গায় ঘোরার সুযোগ আসতে পারে, ভবিষ্যতে যিনি আপনার মন জুড়ে থাকবেন, তাঁর সঙ্গেও দেখা হতে পারে।


কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। নতুন কিছু করার জন্য আপনি মুখিয়ে আছেন। আজ সেরকম সুযোগও আসবে। তবে অতিরিক্ত উৎসাহ দেখিয়ে প্রাণশক্তির সবটা তাতেই খরচ করে ফেলবেন না। অ্যাডভেঞ্চার ভালো, কিন্তু ক্লান্তি নয়।