

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।


মেষ : মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হতে পারে। দীর্ঘ দিন ধরে কোনও ঋণের জন্য আবেদন করে থাকলে আজ তা মঞ্জুর হতে পারে। পারিবারিক ক্ষেত্রে দিনটি সুখময় হবে।


বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০। অনেক দিন ধরে আপনি ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন, আজ সেই সংক্রান্ত পরিকল্পনাও সেরে ফেলতে পারেন। তবে তারিখটা ঠিক করবেন না। কর্মক্ষেত্রে কিছু কাজ এখনও অপেক্ষা করে আছে, যা না মিটিয়ে যেতে পারবেন না।


মিথুন : মে ২১ থেকে জুন ২০। আজকের দিনটিতে জীবনের নানা ঘটনার চাপে মন এবং আবেগ কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। সহজেই হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে। যা সদর্থক কোনও পদক্ষেপের পথে বাধা হয়ে দাঁড়াবে। এমন চিন্তাভাবনাকে পাত্তা না দেওয়াটাই ঠিক হবে।


কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। আজ আপনার পক্ষে আনন্দের দিন। পরিবারের কোনও সদস্য বা ঘনিষ্ঠ কোনও বন্ধুর কাছ থেকে সারপ্রাইজ আশা করতে পারেন। তাঁর সঙ্গ উপভোগ করতে ভুলবেন না।


সিংহ : জুলাই ২৩ থেকে অগস্ট ২২। কর্ক্ষেত্রে দায়িত্ব আর কাজের পরিমাণ বাড়বে। কিন্তু আজ আপনার ভাগ্যে ক্লান্তির লেশমাত্রও নেই। বরং, অতিরিক্ত প্রাণপ্রাচুর্যে আপনি আলো ছড়াবেন চার পাশে।


কন্যা: অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। ব্যবসা-সংক্রান্ত বিষয়ে অনেক দিন ধরেই নানা সমস্যা চলছে, আজ সেই সব সমস্যার সমাধানের পথ মিলতে পারে। এই দিনটি আপনার জন্য সমস্যা মুক্তির আলো নিয়ে এসেছে।


তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ ভালোবাসার দিন। আপনি বিবাহিত হন বা অবিবাহিত, সঙ্গী বা সঙ্গিনীর ভালোবাসার উষ্ণ আমেজ আপনাকে দিনভর ঘিরে থাকবে।


বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। একা সেগুলোর সঙ্গে যুঝতে যাবেন না। বিশ্বাসযোগ্য বন্ধু বা পরিবারের সদস্যদের মতামত নিন।


ধনু : নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আধ্যাত্মিকতা এই দিনটির চাবিকাঠি। যে বিপুল রহস্য আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করে, আজ আপনি তার প্রতি আকৃষ্ট হতে পারেন। মনে রাখবেন, বিশ্বাস না হারালে ঈশ্বর আপনাকে পথ দেখাবেন জীবনের প্রতি ক্ষেত্রে।


মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। দীর্ঘ দিনের ধার দেওয়া টাকা আজ ফিরে আসতে পারে- এই ভাবে অথবা বিনিয়োগের থেকে আর্থিক লাভের সম্ভাবনা আছে। আজ দিনটি পরিবারের সঙ্গে শান্তিতে, সুখে কাটবে।


কুম্ভ : জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনার চারিত্রিক সৃষ্টিশীলতার আলোয় সবাইকে মুগ্ধ করার দিন। আপনার প্রতিভায় সবাই আকৃষ্ট হবে, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না।