

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!


মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আপনার জন্য বেশ ভাল দিন আজ। কোনও কিছু বিষয়ে উৎসাহ থাকলে সেই দিকেই লক্ষ্য স্থির রাখুন। যারা এই পেশায় যুক্ত তাদের আর্থিক লাভ হবে। বিবাহিত জীবন সুখময় হবে।


বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। অন্যের কথায় অর্থ খরচ হতে পারে। সন্তানের দিক থেকে কোনও ভাল খবর আসতে পারে। পুরনো কোনও কাজে সফলতা লাভ করবেন।


মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কর্মক্ষেত্রে জটিলতা দেখা দেবে। সংসার জীবনে ঝামেলার সৃষ্টি হতে পারে।উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা, কোনও জায়গাতেই ফল ভাল নয়।


কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আর্থিক দিকে দিনটি ভাল হবে। কর্মক্ষেত্রে সফলতা লাভ করতে পারেন। পরিবারের সুখ শান্তি বজিয়ে থাকবে।


সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বিবাদ হতে পারে। ছোট ব্যবসায়ীগণও অনেক সমস্যার সন্মুখীন হবেন, তবে তা সাময়িক।


কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। বিবাহিত জীবনে কলহ সৃষ্টি হবে। ভ্রমণের যোগ রয়েছে।


তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কর্মক্ষেত্র বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য জীবন মধুর হবে। পিতা-মাতার শারীরিক অবস্থা ভাল না-ও থাকতে পারে।


বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। নিজের কাজে প্রিয়জনের সহায়তা লাভ করতে পারেন। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।


ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সঙ্গী/সঙ্গিনী আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন- এই ভাবনা মন থেকে বাদ দিতে হবে। তাঁকে যত সময় দেবেন, যত তাঁর সঙ্গে সময় কাটাবেন, সেটা সম্পর্কের জন্য তত বেশি ভালো হবে।


মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই ভালো। বিবাহিত জীবনে জটিলতা দেখা দিতে পারে।


কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এবার আপনিই ঠিক করবেন যে আপনি অন্য কারও ওপর আপনার ভাগ্যকে ছেড়ে দেবেন, নাকি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন।