

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।


মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ আপনি সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আপনার সৌন্দর্য আর কর্মদক্ষতা দুই সবার নজর কাড়বে। সব মিলিয়ে দিনটি আপনার জন্য ইতিবাচকতায় সমৃদ্ধ হতে চলেছে।


বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ বন্ধু বা শত্রু, সবার সঙ্গেই কথায় কথায় তর্ক বেধে যেতে পারে। মাথা ঠাণ্ডা রাখুন। যতটা পারেন, যুক্তি সাজিয়ে কথা বলুন।


মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ মূলত পরিবারের কথাই আপনার সমস্ত চিন্তাভাবনা জুড়ে থাকবে। সেটা অন্যায়ও কিছু নয়। তবে ব্যক্তিজীবন আর কর্মজীবনের মধ্যে ভারসাম্য রাখতে ভুলবেন না।


কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কাজ ছাড়ার কথা ভাবলে আরেকটু সময় নিন, সব স্বতস্ফূর্ত সিদ্ধান্ত সঠিক না-ও হতে পারে। শ্রদ্ধা করেন এমন কোনও ব্যক্তির নেকনজরে আসার আজ সম্ভাবনা রয়েছে।


সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আজ সারা দিন বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় করে কাটবে। নতুন কোনও ব্যক্তির সঙ্গে রোম্যান্সের সম্ভাবনা আছে।


কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ কখনও মেজাজ ভালো থাকবে, কখনও অকারণেই তিক্ত হয়ে যাবে। ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, চাইলে মেডিটেশনের সাহায্য নিতে পারেন।


তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততার দিন, মাথা তোলার সময় থাকবে কি না বলা মুশকিল- এই নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হতে পারে।


বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। পরিবার বা মনের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। তেমন হলে একটু সময় নিন, সব আপনা থেকেই ঠিক হয়ে যাবে।


ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কর্মসূত্রে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা কাঙ্ক্ষিত সাফল্য ডেকে আনবে। পুরনো পরিচিত কেউ আজ আপনাকে সারপ্রাইজ দিতে পারেন।


মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পরিবারের কথা ভেবে অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন। মনে রাখবেন- মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হয়!


কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কর্মক্ষেত্রে সহকর্মীদের অসহযোগিতা এবং উচ্চপদস্থের প্রশংসা মিলিয়ে দিনটি মিশ্র ভাবে কাটবে। বিনিয়োগের কথা ভাবলে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।