

•ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!


•মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। নিজ প্রচেষ্টায় আজ উন্নতির পথ প্রশস্ত হবে, শিক্ষাগত কোনও কোর্স করার ইচ্ছা থাকলে আজ শুরু করার পক্ষে আদর্শ দিন।


•বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সম্পত্তি কেনা-বেচার পক্ষে দিনটি শুভ। আজ কোনও গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন, বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা আছে।


•মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ মাঝে মাঝে বিভ্রান্ত লাগলেও পরিস্থিতি বদলাতে চলেছে। আজ সুখবর পাওয়া এবং অর্থপ্রাপ্তির যোগও আছে।


•কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। দীর্ঘ দিনের পরিশ্রমের সুফল আজ পাবেন, তা বলে কাজে মনোযোগ বন্ধ করে দেওয়া চলবে না।


•সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। অতীত সাফল্যকে কাজে লাগিয়ে যদি পেশাগত ক্ষেত্রে কোনও বদল আনতে চান, আজ পদক্ষেপ করতে পারেন।


•কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ যুক্তির চেয়ে বেশি প্রাধান্য দিন মনের কথাকে- আপনার সিদ্ধান্ত ভুল হবে না, তা উন্নতির পথ প্রশস্ত করবে।


•তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজকের দিনটা কাজের মধ্যে দিয়েই কাটবে কিন্তু পরিশ্রম গায়ে লাগবে না, কারণ সাফল্য আপনার করায়ত্ত হতে চলেছে।


•বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ পরিস্থিতি থাকবে আপনার অনুকূলে, সাফল্যের স্বাদ পাবন সব ক্ষেত্রেই। সেই ভালোলাগাকে সঙ্গী করে ভবিষ্যতের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।


•ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। নিজস্ব ব্যবসা শুরু করতে চাইলে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে দিনটি ভালো। কাছাকাছি বেড়াতে যাওয়ারও সম্ভাবনা আছে।


•মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। অতীতের কোনও ব্যক্তি বা বিষয় আবার জীবনে আজ ফিরতে পারে। আজ অপর্ত্যাশিত অর্থাগমেরও সম্ভাবনা আছে।


•কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ কোনও অংশীদারি ব্যবসায় যুক্ত হওয়ার প্রস্তাব আসতে পারে। সব দিক ভালো করে বুঝে তবেই পদক্ষেপ করুন।