প্রচণ্ড পরিশ্রমের কাজ। তাই অনেক পরিশ্রমী মানুষও পিক-আপ ভ্যান চালক হতে দুবার ভাবে। কিন্তু হেমলতার সামনে আর কোনও দরজা খোলা ছিল না।
2/ 6
সমাজের অন্য মেয়েদের কাছে উদাহরণ হলেন হেমলতা। তিনি হিমাচল প্রদেশ রাজ্যের একমাত্র মহিলা পিক-ভ্যান চালক।
3/ 6
বাবা-মায়ের আদরের মেয়ে। ভেবেছিলেন, ভাল চাকরি করে স্বচ্ছ্বলভাবে জীবন কাটাবেন। হয়নি। এদিকে সংসারে টানাটানি। তাই বাধ্য হয়ে পরিশ্রমের কাজ বেছে নিলেন হেমলতা।
4/ 6
প্রথমে একটি সংস্থার গাড়ি চালাতেন। দেড় বছর হল তিনি নিজে গাড়ি কিনেছেন। হেমলতার দাবি, মেয়েরা চাইলে গাড়ি চালিয়ে ভালভাবে সংসার চালাতে পারে। তবে কাজটা পরিশ্রমের।
5/ 6
মে দিবস-এর দিনে হেমলতারাই বারবার সমাজের সামনে উদাহরণ রেখে যান। সারা বিশ্ব চলছে শ্রমিকদের শ্রমে। হেমলতাদের পরিশ্রমই সমাজের গতির চাকা সচল রেখেছে।
6/ 6
সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করতে হয়। তবে তাতে কোনও গ্লানি নেই হেমলতার। সমাজে তাঁর পরিচয় তৈরি হয়েছে। কাজই ধর্ম। তাই পরিশ্রমকে মূলধন করেই সংসার চালিয়ে যাচ্ছেন হেমলতা।