*১৬ এপ্রিল অর্থাৎ রাত পোহালেই শনিবার হনুমান জয়ন্তী। এই দিনে বজরঙ্গবলীকে নিষ্ঠাভরে পুজো করেন ভক্তেরা। তাঁর পছন্দের খাবার দেওয়া হয়। কথিত আছে যে হনুমান জীকে তাঁর প্রিয় খাবার নিবেদন করলে ভক্তদের ইচ্ছা পূরণ হয়। জীবন থেকে কষ্ট দূর হয়। উন্নতির পথ খুলে যায়। এ বার হনুমান জয়ন্তীতে, অবশ্যই বজরঙ্গবলীকে এই ৮ প্রসাদ নিবেদন করুন, জীবনে সব বাধা কেটে যেতে পারে।