• আজ হনুমান জয়ন্তী ৷ আজ অবশ্যই স্নান সেরে, বিশুদ্ধ চিত্তে, লাল বা কমলা পট্ট বস্ত্র পরিধান করে অবশ্যই হনুমানজির আরাধনা করুন ৷ তাঁকে তুষ্ট করতে পারলে মনের সমস্ত বাসনা পূর্ণ হয় ৷ কিন্তু আপনি কি জানেন কোন কোন উপাদানে রাম ভক্ত তুষ্ট ? দেখে নিন হনুমানজির পুজোয় কী কী লাগে ?