কথায় বলে প্রেম অন্ধ৷ প্রেমে কোনও বাধাই বাধা নয়৷ প্রেমে বয়স কোনও সমস্যাই নয়৷ সেটাই আরও একবার প্রমাণ করল এই যুগল৷ প্রতীকী ছবি
2/ 5
৫৪ বছরের প্রৌঢ় ভেবেই নিয়েছিলেন জীবনে কখনও তিনি বিয়ে করবেন না৷ কিন্তু ২৪-এর তরুণীই ভাঙালেন তাঁর ধ্যান৷
3/ 5
একবার ডিভোর্সের পর ACE ঠিক করেছিলেন একাই কাটাবেন জীবন৷ কিন্তু AMANDA বদলে দিল সবটা৷ চার বছর প্রেমের পরে অবশেষে তাঁরা বিয়েও করেন৷
4/ 5
এখানেই শেষ নয়৷ খুব দ্রুত সন্তানের জন্মও দিতে চলেছেন তাঁরা৷
5/ 5
অ্যামান্ডার মা এবং তার প্রেমিক প্রায় একই বয়সী৷ এমনকী, প্রেমিকের প্রথম পক্ষের মেয়ের থেকে অ্যামান্ডা মাত্র ৭ বছরের বড়৷ কিন্তু এসব তাদের কাছে কোনও ব্যাপার নয়৷ এমনকী শাশুডী-জামাইকে দেখেও অনেকে স্বামী-স্ত্রী ভেবে বসেন৷
Viral News: প্রেমিককে প্রতারিত করে মায়ের বয়সী বৃদ্ধকে বিয়ে করলেন তরুণী, তারপর...
অ্যামান্ডার মা এবং তার প্রেমিক প্রায় একই বয়সী৷ এমনকী, প্রেমিকের প্রথম পক্ষের মেয়ের থেকে অ্যামান্ডা মাত্র ৭ বছরের বড়৷ কিন্তু এসব তাদের কাছে কোনও ব্যাপার নয়৷ এমনকী শাশুডী-জামাইকে দেখেও অনেকে স্বামী-স্ত্রী ভেবে বসেন৷