ভূত আছে কী নেই, তা নিয়ে তর্ক-বিতর্ক, পরীক্ষা নিরীক্ষা, আলোচনা-সমালোচনা... কোনওকিছুরই কোনও কমতি নেই! কিন্তু আজ পর্যন্ত কেউ কোনও 'ক্লাইম্যাক্স'-এ আসতে পারেননি! তবে, গবেষণা জারি রয়েছে! পরলোক বিশেষজ্ঞদের একাংশের দাবি, আত্মারা আছে এবং আপনার কাছে তাঁরা আসেও! কিন্তু কখন ?