সমীক্ষা বলছে, প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পাঠ ভাষার দক্ষতাকে প্রভাবিত করে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে একটি জার্নালে। দেখা গিয়েছে যে শিশুরা প্রাথমিক স্তরে ইংরেজি শিখতে শুরু করেছিল তারা অন্য়দের থেকে তুলনামূলক ভাল ফল করেছে। বিশেষজ্ঞদের মতে কাজের ক্ষেত্রে মাতৃভাষার পাশাপাশি ইংরেজিটা শেখাও জরুরি। তাই ছোট থেকেই সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্কুলের পাশাপাশি বাবা-মায়েরা ছেলেমেয়েদের ঘুম পাড়ানোর সময় ইংরেজি গল্পের বই পড়ে শোনাতে পারেন। পাশাপাশি ইংরাজি খবরের কাগজ পড়াও জরুরি। ছোটরা আবার একে অপরের সঙ্গে ইংরাজিতে কথাও বলতে পারে। তাতেও অনেকটা সুবিধা হয়।