

•প্রতিবারের মতো কৈলাশ কুণ্ডের পবিত্র তীর্থযাত্রা এবার আর হবে না৷ করোনার কারণে আপাতত এই বিশেষ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জানানো হয়েছে৷ বৃহস্পতিবারই তা সরকারিভাবে জানানো হয়৷


•এমনিতেই ১০দিনের পবিত্র তীর্থযাত্রার সময়সীমা কমিয়ে ৩দিন করা হয়েছ৷ শুধুমাত্র হিমালয়র পবিত্র রাস্তা দিয়ে যাত্রা করে হবে ছড়ি মুবারক৷


•শিবভক্তদের জন্য এই বিশেষ ১০দিনের যাত্রা শুরু হওয়ার কথা ছিল ৮ অগাস্ট৷ জম্মু ও কাশ্মীররে ভাদেরওয়ার জোড় রাস্তা ছত্তরগলা ও হায়ানের পথ দিয়ে যাওয়ার কথা ছিল৷


•বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, কৈলাশ সেবা সংঘ, সনাতন ধর্ম সভা, ধর্মমর্থ ট্রাস্ট, বাসকি অন্নপূর্ণা লঙ্গরের সঙ্গে কথা বলে জম্মু ও কাশ্মীর প্রশাসন৷ তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পুণ্য কৈলাশ কুণ্ড যাত্রা বাতিল করতে হয়েছে৷ ধর্মপ্রাণ হিন্দুদের কাছে যা খুবই বেদনার, জানিয়েছেন ভাদেরওয়ার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, রাকেশ কুমার৷


•তবে মানুষের আবেগের কথা মাথায় রেখে শুধুমাত্র ছড়ি মুবারক যাত্রার অনুমতি দেওয়া হয়েছে৷ পুরোহিতরাও সেখানে উপস্থিত থাকবেন৷ খুবই সাধারণ ভাবে হবে পুজো৷ ভাদেরওয়া থেকে ১৬ অগাস্ট শুরু হবে এই যাত্রা যা কৈলাশ কুণ্ডে পৌঁছবে ১৮ অগাস্ট৷