

• হিন্দু বাড়ির অতি পরিচিত একটি গাছ হল তুলসী গাছ । হিন্দু রীতি অনুযায়ী তুলসীকে নারায়ণের প্রতীক হিসাবে গণ্য করা হয় । ঠাকুর ঘরে বা বাড়ির উঠোনে অনেকেই এই গাছ লাগান । মাটিতে বা টবে বা তুলসী মঞ্চে অতি যত্নে তুলসী গাছকে প্রতিপালন করা হয় । অনেকেই সকাল-সন্ধে তুলসী গাছকে পুজোও করেন । তুলসী পাতাও পুজোর কাজে লাগে ।


• শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বিজ্ঞানসম্মত ভাবেও তুলসী গাছ বাড়িতে রাখা ভাল। এই গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে । এর পাশাপাশি এই গাছের ওষধি গুণও রয়েছে । সর্জি-কাশির উপশম ঘটাতে এর জুড়ি মেলা ভার ।


• তবে তুলসী গাছকে যাঁরা শুভ বলে মনে করেন এবং পুজো করেন, তাঁরা তুলসীকে ভগবান নারায়ণ ও লক্ষ্মীর স্বরূপ জ্ঞান করেন । তাই তুলসী মঞ্চের আশেপাশে এই জিনিসগুলি না রাখাই বাঞ্চনীয় । এতে লক্ষ্মী দেবী রুষ্ঠ হন ।


• কাজেই তুলসী মঞ্চের আশেপাশে কখনও কোন আবর্জনা ফেলবেন না । তুলসী গাছের কাছে চটি বা জুতো ভুল করেও খুলবেন না ।