অনেকের নখেই এক প্রকার সাদা রঙের দাগ থাকে। বিষয়টিকে সাধারণ ভেবেই বেশির ভাগ সময় গুরুত্ব দেওয়া হয় না।
2/ 6
কিন্তু জানেন কি, ওই ছোট্ট একটি দাগের উপর আপনার জীবনের অনেক কিছুই নির্ভর করে। অন্তত তেমনটাই জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
3/ 6
যাঁদের হাতের অনামিকার আঙুলের নখে সাদা দাগ আছে, তাঁদের জীবনে অর্থের কখনও অভাব হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই তাঁদের উপর থাকবে।
4/ 6
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, নখে সাদা দাগ থাকা শুভ। যাঁদের নখে সাদা দাগ আছে, তাঁরা প্রত্যেকটি সম্পর্কই খুব ভাল ভাবে সামলাতে পারেন। যদি কারও নখে কালো দাগ দেখা যায়, তা হলে বুঝতে হবে সেই ব্যক্তি অত্যন্ত রাগী প্রকৃতির।
5/ 6
সামুদ্রিক শাস্ত্র এও বলে যে, যাঁদের হাতের মধ্যমার আঙুলে সাদা দাগ থাকে, তাঁরা জীবনে ভ্রমণের প্রচুর সুযোগ পাবেন।
6/ 6
সেই মানুষরা ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে অনেক ছোট-বড় শিক্ষা অর্জন করবেন। তবে মধ্যমার আঙুলের দাগ কালো হলে জীবনে তার বিরূপ প্রভাব পড়তে পারে।
White Spots on nail: নখে সাদা দাগ দেখেও এড়িয়ে যাচ্ছেন! জীবনে তার কত বড় প্রভাব পড়তে পারে জানেন
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, নখে সাদা দাগ থাকা শুভ। যাঁদের নখে সাদা দাগ আছে, তাঁরা প্রত্যেকটি সম্পর্কই খুব ভাল ভাবে সামলাতে পারেন। যদি কারও নখে কালো দাগ দেখা যায়, তা হলে বুঝতে হবে সেই ব্যক্তি অত্যন্ত রাগী প্রকৃতির।