

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই পিঠে-পুলি আর ঘুড়ি ওড়ানোর দিন ৷ বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উত্সব পালন করা হয়। শুধু বাংলায় বাঙালিরাই নয়,আমাদের দেশের নানা প্রান্তে এই দিনটিকে নানা ভাবে বিশেষ উত্সবের সঙ্গে পালন করা হয় ৷


মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে। শাস্ত্রে এই দিনটি নিয়ে নানা আদেশ-উপদেশ রয়েছে ৷


ইংরেজী বছর অনুযায়ী ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার মকর সংক্রান্তি। তার আগে দেখে নিন, মকর সংক্রান্তির দিন কোন কাজগুলি করা উচিত নয় ৷


মকর সংক্রান্তির দিন দূর যাত্রা করা শুভ নয় বলে মনে করা হয়। কোথাও গেলেও কিন্তু নিজের বাড়িতে ফিরে আসা উচিত। কথিত আছে প্রাচীনকালে এক মুনি নিজের বাড়ি থেকে ওই দিন যাত্রা শুরু করেন এবং তিনি আর কোনও দিন ফিরে আসেননি। তারপর থেকেই এই যাত্রা না করার প্রচলন। প্রাচীন রীতি যতই থাকুক না কেন, আসলে এই দিনটিতে যাতে সকলে মিলে একসঙ্গে আনন্দ করা যায় সম্ভবত সেই কারণেই এই নিয়মটি পালন করা হয়।


ঘর বাড়ি বিশেষ করে রন্ধন সামগ্রী ও রান্না ঘর অপরিষ্কার রাখা উচিত নয় ৷ মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পুজো করা হয়। তাঁর আশীর্বাদে আমাদের সকল রকম রোগ ব্যাধি দূর হয়।


তাই এই বিশেষ দিনটিতে সকলেই নিজের ঘর বাড়ি বিশেষ করে রান্নাঘর ও রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করেন ৷ যাতে সমস্ত রকম অপরিশুদ্ধতা দূর হয়। ওই একটি দিন আসলে নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার করা হয় ৷ আসলে সুস্থতা বজায় রাখার জন্যই এই নিয়মটি পালন করা হয় বলে মনে হয়।