দম্পতির মধ্যে ঝগড়া হয় বিভিন্ন কারণে৷ সেই সমস্যা এতদূর গড়ায় যে বিবাহবিচ্ছেদ অবধি গড়িয়ে যায়৷ কিন্তু অশান্তির নেপথ্যে ম্যাগি? এমনটা শুনেছেন কখনও? স্বামীর অভিযোগ, স্ত্রী কোনও রান্নাই পারেন না৷ সকাল, দুপুর, বিকাল, রাত্রি চারবেলাই তিনি ম্যাগি খাওয়ান৷ রোজ রোজ ম্যাগি খেয়ে ক্লান্ত ওই ব্যক্তি৷ এ সব সহ্য করতে না পেরেই বিবাহ ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন৷ ডিভোর্সের এমন অদ্ভুত কারণ শুনে হতবাক অনেকেই৷ তবে ওই ব্যক্তি কিন্তু নিজের সিদ্ধান্তে অটল৷ তাঁর বক্তব্য, শুধু ম্যাগি খাওয়ায় এমন মানুষের সঙ্গে তিনি সংসার করতে চান না৷