করোনা ভাইরাসের মহামারীতে ত্রাস গোটা বিশ্বে৷ অনেকেই ভবিষ্যত্বাণী বা জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করেন না, তবুও কিছু ঘটনা যেন সব বিশ্বাসের ঊর্ধ্বে৷
সেরকমই ভারতের পুরাণ ও শাস্ত্র৷ প্রাচীন যুগের আশ্চর্য সব সৃষ্টিই প্রমাণ করে, হাজার বাজার বছর আগে এই ভারতভূমে যা যা ঘটেছে, তা আজও সত্যি৷
করোনা ভাইরাসই শুধু নয়, এরপরেও যদি কোনও বিপদ পৃথিবীতে আসার থাকে, তাও বোধ হয় রয়েছে ভারতের পুরাণে৷ তেমনই একটি হল নারদ সংহিতা৷
নারদ সংহিতাতেই বলা রয়েছে, ২০১৯ সালের বছরের শেষ সূর্যগ্রহণের পরেই পৃথিবীতে দেখা দেবে মহামারি৷ মারণ অসুখ ছড়িয়ে পড়বে৷
সংহিতা বলছে, যে বছরে গ্রহের অধিপতি শনি থাকবে, সেই বছর থেকেই মহামারি ছড়াবে৷
বাস্তবিকই যেদিন চিনের উহানে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে, সেদিন অর্থাত্ ২০১৯-এর ২৬ ডিসেম্বর পূরভদ্র নক্ষত্র সামনে এসেছিল
...