বছর শেষ হবে আরও এক মহাজাগতিক ঘটনায়, কোল্ড মুনের অপেক্ষায় গোটা বিশ্ব
দিন কয়েক আগেই মহাকাশপ্রেমীরা এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থেকেছেন। দেখেছেন ক্রিসমাস স্টার, ৪০০ বছর পর কাছে এসেছে বৃহস্পতি শনি। অবশেষে বছর শেষ হচ্ছে আরেকটি মহাজাগতিক ঘটনা দিয়ে।
1/ 5


২০২০ সালে শেষবার দেখা যাবে পূর্ণচাঁদের মায়া। দেখা যাবে চাঁদের অবিশ্বাস্য রূপ। কোল্ড মুন নামক এই ঘটনাকে একবার প্রত্যক্ষ করার জন্যে উৎসাহী চন্দ্রপ্রেমীরা।
3/ 5


দিন কয়েক আগেই মহাকাশপ্রেমীরা এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থেকেছেন। দেখেছেন ক্রিসমাস স্টার, ৪০০ বছর পর কাছে এসেছে বৃহস্পতি শনি। অবশেষে বছর শেষ হচ্ছে আরেকটি মহাজাগতিক ঘটনা দিয়ে। কোল্ড মুন দেখার সবচেয়ে আদর্শ সময় চাঁদ পুরোপুরি ওঠার পনেরো মিনিটের মধ্যে।
4/ 5


এটি এই বছরের ১৩ তম পূর্ণচাঁদ, যা দুদিন ধরে দেখা যাবে। ২৯,৩০ ডিসেম্বর রাতে দেখা যাবে এই চাঁদ। ভারতে এই দৃশ্য প্রত্যক্ষ করার সবচেয়ে আদর্শ সময় ২৯ ডিসেম্বর রাত ৭ টা ৫৪ মিনিট এবং ৩০ ডিসেম্বর রাত্রি ৮টা ৫৭ মিনিট।