সব সময় নিজের সমস্যা নিজের কাছেই রাখতে চেষ্টা করুন৷ মনে রাখবেন, আপনার সমস্যা যদি আরও অনেকগুলি লোককে বলে বেড়ান ও তাঁরা যদি বিষয়টি একাধিকক্রমে বুঝতেই না পারে, তা হলে তো কোনও লাভ নেই৷ এতে উল্টে তাঁরা ভুল বুঝতে পারে৷ সেই কারণে, এসব কথা বাইরে না বলাই ভাল৷