মাছ হাই-প্রোটিনযুক্ত খাবার, তাই হজম হতে সময় লাগে। বিশেষ করে তা যদি বড় মাছ হয়! মাছের তেল-ও হজম করতে সময় লাগে অনেকক্ষণ। আর খাবার হজম না হলে যে শারীরিক কষ্ট হয়, তা আর কারই বা অজানা! তাই রাতে মাছ খেতে বারণ করেন চিকিৎসকেরা। দুপুরে মাছ খেলে হজম করার অনেকটা সময় পাওয়া যায়, তাই কোনও শারীরিক সমস্যা হয় না।